ঢাকাThursday , 18 December 2025
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

রোমে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

admin
December 18, 2025 10:53 am
Link Copied!

বি’দেশ প্রতিনিধি
রোম, ১৮ ডিসেম্বর ২০২৫:
ইতালির রোমের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫।

অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত রকিবুল হক ইতালিতে বাংলাদেশিদের নিয়মিত অভিবাসন সম্প্রসারণে করণীয় শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে প্রবাসীদের অংশগ্রহণে আলোচনা সভায় নিয়মিত অভিবাসন, প্রবাসীদের অধিকার ও দূতাবাসের সেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

আলোচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ, নিবন্ধন ও ভোটদানের প্রক্রিয়া তুলে ধরা হয় এবং ভোটদানে প্রবাসীদের উদ্বুদ্ধ করা হয়।

রাষ্ট্রদূত জানান, ইতালিতে প্রায় দুই লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছেন এবং প্রতিবছর ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স প্রেরণ করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি প্রবাসীদের কল্যাণ ও সেবা নিশ্চিতকরণে দূতাবাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে দূতাবাসে আগত প্রায় তিন শতাধিক কনস্যুলার সেবাপ্রার্থী প্রবাসীদের উন্নত সেবা ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০