বি’দেশ প্রতিনিধি
রোম, ১৬ ডিসেম্বর ২০২৫:
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন।
পরবর্তীতে দূতাবাস প্রাঙ্গণে ‘বিজয়ের ৫৪ বছর’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের বন্ধুপ্রতিম কয়েকজন ইতালীয় নাগরিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বর্তমান সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে স্বাগত জানান। তারা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ায় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত রকিবুল হক মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
