বি’দেশ প্রতিনিধি
হ্যানয়, ১৬ ডিসেম্বর ২০২৫:
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
বিকেলে রাষ্ট্রদূতের বাসভবনে বিজয় দিবসের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসী বাংলাদেশি, ভিয়েতনামের কূটনীতিক, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিজয়ের চেতনায় বাংলাদেশের অর্জন তুলে ধরেন। তিনি ২০২৪ সালের আন্দোলনে শহীদদেরও স্মরণ করেন।
সাংস্কৃতিক পর্বে ভিয়েতনামের শিশুদের নৃত্য পরিবেশন এবং প্রবাসী বাংলাদেশিদের কবিতা আবৃত্তি ও খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ এবং দেশীয় খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদ্দীন।
