নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
২৪ সেপ্টেম্বর ২০২৪
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানের দ্বিতীয় দিনও ব্যস্ত কাটিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার তিনি বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। অনেকের তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্কের নানা ইস্যুতে কথা বলেন। এ সময় সম্পর্ক উন্নয়নের কথা বলেন দুই নেতা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ার। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
এদিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, এইচ ই ভলকার তুর্কও দেখা করেন। আসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এছাড়াও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল সিইও মার্ক সুজম্যান।
প্রফেসর ইউনূস তার সামাজিক ব্যবসা বিষয়ে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের ইভেন্টেও বক্তৃতা করেন।
তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস (এনওয়াইটি স্টুডিও থেকে লাইভস্ট্রিম) দ্বারা জলবায়ু পরিবর্তনের একটি টকশোতে যোগ দেন।