১১ নভেম্বর, ২০২৪
ইফতারের অনিবার্য অনুষঙ্গ খেজুর। প্রতি বছর পবিত্র রমজান মাসের বর্ধিত চাহিদাকে পুঁজি করে অতি মুনাফা করতে একটি চক্র খেজুর সিন্ডিকেট গড়ে তোলে।
সাধারণ মানুষের কাছে ক্রয় মূল্য পৌঁছে দিয়ে এই বেআইনি চক্র ও সিন্ডিকেট ভাঙ্গতে চায় বাংলাদেশের মানবিক সংস্থা (আশ) আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।
মিশর থেকে খেজুর কিনে পরিবহন ও ট্যাক্স যোগ করে প্রতি কেজিতে যে মূল আসবে কোন মুনাফা ছাড়াই ভ্রাম্যমাণ দোকান ও জেলা ভিত্তিক প্রতিনিধির মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায় সংস্থাটি। ইতমধ্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন মিশর এসে বিভিন্ন খেজুর বাগান ও স্থানীয় খেজুর ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।
বি’দেশ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রকৌশলী নাছির উদ্দিন জানান, কিছুদিন আগে দেশে যখন তরকারীর দামে নাভিশ্বাস উঠেছিল, তখনও মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলো।
তখন চট্টগ্রাম নগরের বহদ্দারহাট পুকুর পাড়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে শাক সবজি বিক্রয় দেখে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মানবিক সংগঠন এই মানবিক কর্মসূচিতে উৎসাহিত হয়ে নিজ নিজ এলাকায় কর্মসূচি বাস্তবায়ন শুরু করে।
এবারে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন রমজানে পরীক্ষামুলক ভাবে ক্রয় মূল্যে খেজুর পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি। সাধারণ মানুষের সাড়া পেলে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
এজন্য সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। বিশেষ করে খেজুরের উপর অর্পিত ট্যাক্স কমানো গেলে সাধারণ মানুষ ইফতারীতে অন্যতম উপদান খেজুর হাতের নাগালে আসবে বলেও মনে করেন সংস্থাটির প্রধান।
উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি জয়েন্ট স্টক কম্পানি থেকে রেজিস্ট্রেশন পায়। ২০১৯ সালে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়।