ঢাকাThursday , 7 November 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব আরবান ফোরামে সিলেটের প্রকল্প

admin
November 7, 2024 12:22 pm
Link Copied!

১০ নভেম্বর, ২০২৪

বর্তমান মিশরের নতুন রাজধানী নিউ কায়রোতে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রকল্প।

‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ নামের এই প্রকল্প উপস্থাপন করে বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

৬ নভেম্বর,বুধবার ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF12) ১২তম অধিবেশনে অংশগ্রহণ কারী সংস্থা সমূহে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে সিলেটের গোয়াইন ঘাটের হাওড় অঞ্চলে নৌকায় স্থাপিত ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ প্রকল্প তুলে ধরেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

গত ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশসহ বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

তিনি সকলকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই ওইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’।

২০০২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের (WUF) উদ্বোধনী অধিবেশনের পর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এই প্রথম বার আফ্রিকার আরেক দেশ মিশরে অনুষ্ঠিত হলো।

৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জাতি সংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক অ্যানা ক্লাউডিয়া, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, অর্থমন্ত্রী আহমেদ কাউচৌক, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রানিয়া আল-মাশাত, স্থানীয় উন্নয়ন মন্ত্রী মানাল আওয়াদ, আবাসন মন্ত্রী শেরিফ এল-শেরবিনি ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ সহ মিশরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০