ঢাকাSunday , 24 November 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পুরস্কৃত বাংলালিংক

ঢাকা অফিস
November 24, 2024 12:28 pm
Link Copied!

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। প্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক।

কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’র জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে বাংলালিংক। প্রজেক্ট অব দ্য ইয়ার, প্রজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার ও রানার-আপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস (পিএমও) অব দ্য ইয়ার– এ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করে প্রকল্পটি।

বাংলালিংকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির আইটি’র হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিস এস এম আল মাইমুন ও প্রতিষ্ঠানের টেকনোলজি ট্রান্সফরমেশন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ইসলাম।

ডিআর ডেটা সেন্টারের মাধ্যমে প্রযুক্তিগত ত্রুটি, সাইবার হামলা বা প্রাকৃতিক দুর্যোগের মতো প্রতিকূলতার সময়েও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়, যা বাংলালিংকের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে গ্রাহক সেবা এবং অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজনের।

পুরস্কার প্রাপ্তিতে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হুসেইন তুর্কার, বলেন, আমরা গ্রাহকদের জন্য নতুন সব ডিজিটাল সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রডব্যান্ড, আইটি, মোবাইল ইন্টারনেট ও বিনোদের ক্ষেত্রে সেবা প্রদানে ডিজিটাল রূপান্তরে উন্নত অবকাঠামো সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার; প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর অমিত গয়াল; এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের প্রেসিডেন্ট এ টি এম ইকবাল চৌধুরী, পিএমপি। অনুষ্ঠানে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আইটি’র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল খান এবং কোর নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর মাসুম আকন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০