বি’দেশ প্রতিনিধি
ইয়াঙ্গুন, ১৬ ডিসেম্বর ২০২৫:
মিয়ানমারে বসবাসরত বাংলাদেশিদের জন্য আধুনিক ও নিরাপদ পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম। বিজয় দিবসের অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল মো: শামস আখতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান। এছাড়া পাসপোর্ট কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে লে. কর্ণেল মো: শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মো: মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের ভূমিকাকে প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত সেবা আরও আধুনিক, নিরাপদ ও সহজ হয়েছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন এবং আবেদনকারীদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করেন। পরে তিনি ও অতিথিবৃন্দ দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।
