ঢাকাTuesday , 16 December 2025
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুরু

admin
December 16, 2025 11:19 am
Link Copied!

বি’দেশ প্রতিনিধি
ইয়াঙ্গুন, ১৬ ডিসেম্বর ২০২৫:

মিয়ানমারে বসবাসরত বাংলাদেশিদের জন্য আধুনিক ও নিরাপদ পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাসে চালু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম। বিজয় দিবসের অনুষ্ঠানে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল মো: শামস আখতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ইসরাত জাহান। এছাড়া পাসপোর্ট কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে লে. কর্ণেল মো: শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মো: মনোয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করায় পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের ভূমিকাকে প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত সেবা আরও আধুনিক, নিরাপদ ও সহজ হয়েছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন এবং আবেদনকারীদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করেন। পরে তিনি ও অতিথিবৃন্দ দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০