বি’দেশ প্রতিনিধি
টোকিও, ১৬ ডিসেম্বর ২০২৫:
টোকিও’র বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
বিকেলে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা’র বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করেন। তিনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও জাপানপ্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
