জেদ্দা প্রতিনিধি, ১৭ সেপ্টেম্বর
অবশেষে জেদ্দায় শুরু হলো সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে সৌদি প্রবাসীরা ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।
এই কার্যক্রম উদ্বোধন করে কনসাল জেনারেল মিয়া মোঃ মইনুল কবির বলেন, ৪৭তম মিশন হিসেবে জেদ্দায় এই সেবা চালু হলো। কনসুলেটির সভা কক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতায় ছিলেন ঢাকা থেকে আসা ই-পাসপোর্ট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিনসহ অন্য কর্মকর্তারা। তিনি বলেন, আবেদন করার এক মাসের মধ্যেই পাসপোর্ট দেওয়া হবে।
এ সময় কয়েক জনের হাতে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়।
এ সময় প্রবাসীরা কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং দ্রুততার সাথে সেবা দেওয়ার অনুরোধ জানান।