২০ সেপ্টেম্বর ২০২৪
বিশ্বের সবচে বড় হালাল পণ্যের শো হিসেবে পরিচিত মালয়েশিয়ার ‘হালাল শোকেস’-এর ২০তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরের মালয়েশিয়ান ট্রেড ও এক্সিবিশন সেন্টারে ১৭ থেকে ২০ সেপ্টেম্বর বলে খাদ্য ও পানীয়, মডেস্ট ফ্যাশন, ই-কর্মাস, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেকসহ বিভিন্ন পণ্যের মেলা।
১ হাজারের অধিক বুথে গোটা বিশ্বের ৪৫ দেশের প্রতিনিধিরা মেলায় তাদের পণ্য় প্রদর্শন করে।
এবারের মেলায় বাংলাদেশের ৫টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ব্যবসায়িক চেম্বার ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে নওরিস ফুডস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাণ ফুডস, কে.এম.আর ক্রাফ্ট (লেদার গুডস) এবং মালয়েশিয়া -বাংলাদেশ চেম্বার অব কমার্স এ মেলায় অংশ নেয়।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে নেটওয়ার্কিং, বিজনেস ম্যাচমেকিংসহ সব কাজে সহযোগিতা করে।
শুক্রবার সমাপনী দিনে মেলা ও বাংলাদেশী স্টল পরিদর্শন করে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড) এর চেয়ারম্যান দাতো সেরি রিজাল মেরিকান নেইনা মেরিকান , প্রধান নির্বাহী কর্মকর্তা দাতুক মোহাম্মদ মুস্তফা আব্দুল আজিজ, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) মোঃ মোরশেদ আলম, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
#মালয়েশিয়া
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।