কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। যাচাই-বাছাই শেষে তার নিয়োগ নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রনালয়। দুপুরে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রনালয়।
খাস্তগীর বর্তমানে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (রাজনৈতিক) এবং ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। খোরশেদ আলম খাস্তগীর, বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। যোগ দেন ২০০১ সালে।
২০২০ সালের অক্টোবরে কুয়ালালামপুরে যাওয়ার আগে তিনি ইউরোপ ডেস্কের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইইউ উইং এবং আন্তর্জাতিক সংস্থার শাখার দায়িত্বও পালন করেন।
কূটনৈতিক কর্মজীবনে খাস্তগীর নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রথম সচিব হিসেব এবং ওমানের মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে চার্জ ডি’অ্যাফেয়ার্স ও কাউন্সেলর হিসেবেও।
খাস্তগীর CIDA মেরিন স্কলারশিপ প্রোগ্রামের অধীনে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে মেরিন ম্যানেজমেন্ট (আইন ও নীতি) বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি সেগুফতা দিলশাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির একটি কন্যা সন্তান আছে।