ঢাকাWednesday , 9 October 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে ফিরতে চান প্রবাসীরা, তবে এখনও ফেরা নিশ্চিত নয়

Link Copied!

বৈরুত, লেবানন
৯ অক্টোবর, ২০২৪

যুদ্ধ-কবলিত লেবানন থেকে প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চাইছে। তবে এখনও তাদের ফেরা নিশ্চিত হয়নি। লেবানন থেকে আকাশপথে চলাচল সীমিত হয়ে পরায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পরেছে তাদের। যার বড় অংশই নারী ও শিশু।

ফিরে আসতে চাওয়া বেশিরভাগই হিজবুল্লাহ অধ্যুসিত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা প্রবাসী বাংলাদেশি। আপাতত যাদের আশ্রয় হয়েছে লেবাননের রাজধানী বৈরুতের আশেপাশে বাংলাদেশি কমিউনিটির গড়ে তোলা আশ্রয় শিবিরে। তীদের দিন কাটছে উদ্বোগ-উৎকণ্ঠায়।

অন্যদিকে তাদের চিন্তায় উদ্বেগ বেড়েছে দেশে সেই প্রবাসীদের পরিবারের মধ্যেও।

বৈরুতের তেমনই একটি আশ্রয় শিবির পরিচালনাকারীদের একজন বাবু সাহা জানালেন, তারা চাঁদা তুলে আশ্রয়কেন্দ্র তৈরি করেছেন।

লেবাননে বাংলাদেশের দূতাবাস সূত্র জানিয়েছে, এই মুহুর্তে লেবানন থেকে আকাশপথে ফেরার পরিস্থিতি নেই। ফলে যারা ফিরে আসতে চান, তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একই ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে আইওএম’কে অনুরোধ করা হয়েছে ফ্লাইটের ব্যবস্থা করার।

তিনি বলেন, যারা ফিরতে চান তাদের ফেরানোর চেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০