আঙ্কারা, তুরস্ক
৭ অক্টোবর, ২০২৪
আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস উদযাপন করেছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকসহ দুতাবাসের কর্মচারীরা ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন।
পরে দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের কর্মকর্তাগণ মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পড়ে শোনানো হয়। পর আলোচনা সভায় শিশু দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
রাষ্ট্রদূত এম আমানুল হক বলেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। ‘বিশ্ব শিশু দিবস ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচীর সাফল্য কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দিবসটি উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী শিশুসহ সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।