ঢাকাMonday , 7 October 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

ইতালীর রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ পালন

admin
October 7, 2024 11:05 am
Link Copied!

রোম, ইতালি
৭ অক্টোবর, ২০২৪

যথাযোগ্য মর্যাদায় আজ রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মাননীয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণীস পড়ে শোনানো হয়। অতঃপর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর উপর একটি দুই মিনিটের ভিডিও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে অনুষ্ঠিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে তাদের মাঝে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে মেধা ও মননের বিকাশ ঘটে।

রাষ্ট্রদূত দূতাবাসের কার্যক্রমে শিশুদের অধিকার নিশ্চিত ও প্রাধিকারের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে শিশুদের অংশগ্রহণে তাদের সৃষ্টিশীল ও মনস্তাত্বিক বিকাশের জন্য সময় সময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০