রোম, ইতালি
৭ অক্টোবর, ২০২৪
যথাযোগ্য মর্যাদায় আজ রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং মাননীয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার বাণীস পড়ে শোনানো হয়। অতঃপর জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল বিষয়গুলোর উপর একটি দুই মিনিটের ভিডিও উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে অনুষ্ঠিত আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে তাদের মাঝে সুস্থ সাংস্কৃতিক পরিবেশে মেধা ও মননের বিকাশ ঘটে।
রাষ্ট্রদূত দূতাবাসের কার্যক্রমে শিশুদের অধিকার নিশ্চিত ও প্রাধিকারের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদানের পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে শিশুদের অংশগ্রহণে তাদের সৃষ্টিশীল ও মনস্তাত্বিক বিকাশের জন্য সময় সময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানান।