রোম, ২৬ নভেম্বর, ২০২৪:
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদের অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং কর্মসংস্থান ও সামাজিক রূপান্তরের ক্ষেত্রে ‘সামাজিক ব্যবসা’ প্রবর্তনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
২৬ নভেম্বর ইতালির রোমে IFAD সদর দপ্তরে প্রেসিডেন্ট ড. আলভারো ল্যারি ‘র কাছে পরিচয়পত্র পেশ ও বৈঠককালে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক এই আহ্বান জানান।
রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেন, কৃষি উন্নয়ন তহবিলের অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী ও যুব সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হলে তা ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন’-এর সহায়ক হবে।
রাষ্ট্রদূত টেকসই গ্রামীণ কৃষি অবকাঠামো বিনির্মাণ, কৃষি পণ্যের সুষম ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের ‘সামাজিক ব্যবসা’র ধারণা IFAD-এর কর্ম পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশে কৃষির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইফাদের সহজ শর্তে ঋণ এবং অনুদান বৃদ্ধির অনুরোধ করেন।
ইফাদ প্রেসিডেন্ট ড. আলভারো ল্যারিও রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে সকল কার্যক্রমে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি কৃষি খাতের বিভিন্ন কর্মসূচী ও প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার প্রেক্ষিতে ইফাদ থেকে প্রকল্পের অর্থায়নে বাংলাদেশের অগ্রাধিকার পাওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান।