রিয়াদ, ২৬ নভেম্বর, ২০২৪:
এসএসসি ও এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ও লেভেল এবং এ লেভেলে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
২৬ নভেম্বর মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দুতাবাসের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।
দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স বলেন,ছাত্র-ছাত্রীদের এই অর্জন ভবিষ্যত আলোকিত করতে ভূমিকা রাখবে। এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের এসএসস ‘র ৪ জন এবং এইচএসসি’র ১২ জন জিপিএ-৫ প্রাপ্ত এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (ইংলিশ সেকশন)- এর ও লেভেল এবং এ লেবেলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৮ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।