ঢাকাMonday , 9 December 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিশরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

৯ ডিসেম্বর, ২০২৪

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মিশরে বাংলাদেশি শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান আজহারী (৩৬)।

উচ্চ শিক্ষার্থে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা হাবিব পিএইচডি করছিলেন। ৯ ডিসেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন এই তরুণ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

৯ই ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে স্থানীয় সময় ১টা ১০ মিনিটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তখনেই তাকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুদেহ বাসায় আনার পর শ্বাস আছে মনে হলে দ্বিতীয়বার আবার তাকে ইসলামি কায়রোর আততাইসির হাসপাতালে নেওয়া হয়। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলার হরিণ খানা’র আব্দুল হাকিমের ছেলে ড. হাবিবুর রহমান আজহারী আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদ থেকে স্নাতক ও তাফিসরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদর মধ্যে সবচেয়ে কম সময়ে এমফিল থিসিস সম্পন্ন করেন এই কৃতি শিক্ষার্থী।

এক সন্তানের জনক হাবিবুর রহমান আজহারী ২০১৩ সালে উচ্চ শিক্ষার্থে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে আসেন। তিনি মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠন (কওমি) আল আযহার ওয়েলফেয়ার সোসাইটির অন্তর্বর্তী পরিষদের উপদেষ্টা ছিলেন।

হাবিবুর রহমান আজহারীর জানাযা নামাজ আজ জোহর নামাযের পর আল-আজ হার মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাসের মাকবারায় (কবরস্থ) দাফন করা হবে।

হাবিবুর রহমান আজহারীর মৃত্যুতে মিশরে বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০