১৬ ডিসেম্বর, ২০২৪
সৌদি আরবের জেদ্দায় যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে মহাজ বিজয় দিবস।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ। এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ ও রিয়াদে প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ফুল দিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী দের ঐক্যবদ্ধ হয়ে দেশ বিনির্মান ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি নিজেদের মধ্যে একতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বাড়ানো ও বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবার কথা বলেন তিনি। পাশাপাশি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যন্স পাঠিয়ে দেশ ও দেশের অর্থনীতি শক্তিশালী করার অনুরোধ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় অর্জন, জুলাই ‘২৪ এর গণ-আন্দোলনের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কার্যালয়ের প্রধান কাউন্সেলর মোঃ বেলাল হোসেন। আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠান শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।