২১ জানুয়ারি, ২০২৫
রোম (ইতালি) থেকে:
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় সম্প্রতি আসন্ন শিক্ষাবর্ষের জন্য বৃত্তি কর্মসুচী ঘোষণা করেছে। যেখানে অন্তভূ্কর্ত করা হয়েছে বাংলাদশকে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য ‘ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন’ বৃত্তি কর্মসূচির দশম সংস্করণে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নিয়েছে দেশটি। আসন্ন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তি পাওয়ার যোগ্য হবে।
স্কিম অনুযায়ি, নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে প্রাসঙ্গিক একটি ইতালীয় কোম্পানিতে তিন মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।
বৃক্তিপ্রাপ্তরা ইঞ্জিনিয়ারিং-অ্যাডভান্সড টেকনোলজিস, অর্থনীতি-ব্যবস্থাপনা এবং স্থাপত্য-নকশা তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করতে পারবে।
এই অন্তর্ভুক্তির কারণে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জন এবং ইতালীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সাফল্য অর্জনের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ পাবে।
বৃত্তি পেতে আগ্রহী হলে এই ওয়েবসাইটটিতে যোগাযোগ করতে পারবেন-
https://investyourtalentapplication.esteri.it/SitoIYT/EN/invest-your-talent-in-italy