বি’দেশ প্রতিনিধি
রিয়াদ, ১৬ ডিসেম্বর ২০২৫:
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে মহান বিজয় দিবসের অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন।
পতাকা উত্তোলন শেষে রাষ্ট্রদূত দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে ঐক্য বজায় রেখে দেশের সম্মান বৃদ্ধি ও বাংলাদেশকে আরও উচ্চতর মর্যাদায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গঠন এবং মানবিক ও অর্থনৈতিক সহায়তায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে প্রবাসীদের সম্পৃক্ততাকে তিনি প্রশংসা করেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিউনিটি নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
