বি’দেশ রিপোর্ট
২ আগষ্ট, ২০২৫:
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে পালিত হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রবাসীদের অবদান স্মরণে ‘রেমিটেন্স যোদ্ধা’ দিবস।
গত বছর জুলাই আন্দোলনে নিহতদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সরকার কতৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও দূতাবাস প্রাঙ্গনে গ্রাফিতি, আলোকচিত্রের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থান ও তাদের অবদানের কথা তুলে ধরা হয়।
পরে আলোচনা পর্বে ইতালিতে অবস্থানরত প্রবাসীরা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রকিবুল হক জুলাই যোদ্ধাদের মধ্যে যারা আহত তাদের সুস্থতা কামনা করেন। তিনি প্রবাসীদের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন।
তিনি বলেন, সরকার প্রবাসে এবং দেশে ফেরার পরে প্রবাসীদের সুরক্ষিত জীবনমান নিশ্চিত করতে সরকার কাজ করছে।
গত বছর জুলাই-আগষ্টের আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মানে ইতালি প্রবাসীদের পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত।
